সেরা ৮০টি নতুন এবং সিম্পল মেহেদী ডিজাইন ২০২৪

নতুন মেহেদি ডিজাইন
নতুন মেহেদি ডিজাইন

মেহেদী ডিজাইন, আমাদের দেশের একটি প্রাচীনকাল থেকে প্রচলিত শিল্পকলা, যা বিয়ে, ঈদ এবং অন্যান্য উৎসবের সময় খুবই জনপ্রিয় হয়। এইসব সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন যেকোন উৎসবকে আরো সুন্দর করে তোলে! এখনকার মেহেদী ডিজাইন গুলি দেখলেই বোঝা যায়, আগের থেকে অনেক বেশি স্টাইলিশ এবং সুন্দর হয়ে গিয়েছে।

এ আর্টিকেলে আমরা কথা বলব সবার থেকে নতুন মেহেদি ডিজাইন নিয়ে। যেমন: বিয়ের মেহেদি ডিজাইন, ঈদের মেহেদি ডিজাইন, মেয়েদের মেহেদি ডিজাইন, ছেলেদের মেহেদি ডিজাইন, এবং সিম্পল মেহেদি ডিজাইন। সবগুলি মেহেদী ডিজাইন ছবিসহ থাকবে। আপনি চাইলে এই ডিজাইন গুলি ডাউনলোড করে যা খুশি তা করতে পারবেন।

নতুন মেহেদি ডিজাইন

এই আর্টিকেলে দেওয়া প্রত্যেকটি ডিজাইন খুবই স্টাইলিশ এবং নতুন, আর আমাদের এই সাইট বাদে অন্য কোথাও এই ডিজাইনগুলো খুঁজে পাবেন না। তাই পুরাতন আপুরা যাদের মেহেদি ডিজাইন এর কিছু অভিজ্ঞতা রয়েছে, তারা খুব সহজেই নিচে দেওয়া ডিজাইন গুলি দেখে, নিজের বা অন্যান্যের হাতে ডিজাইন করতে পারবেন।

সিম্পল মেহেদি ডিজাইন

উপরে দেওয়া মেহেদি ডিজাইন এর ছবিগুলি অনেক স্টাইলিশ এবং সুন্দর। কিন্তু এগুলা নতুন আপুদের জন্য একদমই সহজ নয়। এজন্য আমি নতুন আপুদের জন্য নিচে ৪০ টিরও বেশি সিম্পল মেহেদী ডিজাইন দিয়েছি। যেগুলো দেখে নতুন আপুরা খুব সহজেই অন্যের বা নিজের হাতে সিম্পল মেহেদি ডিজাইন করতে পারবেন।

সিম্পল মেহেদি ডিজাইন
সিম্পল মেহেদি ডিজাইন
সিম্পল মেহেদি ডিজাইন
সিম্পল মেহেদি ডিজাইন
সিম্পল মেহেদি ডিজাইন

গর্জিয়াস মেহেদি ডিজাইন

উপরের দেওয়া ডিজাইন গুলি অনেক সিম্পল হলেও প্রেমিয়াম লেভেলের না। এজন্য আমি নিচে কয়েকটি গর্জিয়াস মেহেদি ডিজাইন দিয়েছি। যদি আপনাদের মধ্যে কেউ প্রফেশনাল মেহেদী ডিজাইনার হতে চান, তাহলে নিচের ডিজাইন গুলি প্র্যাকটিস করতে পারেন। কেননা এগুলো মারাত্মক লেভেলের।

সিম্পল মেহেদি ডিজাইনের ফটো

আর যে সকল আপুরা সিম্পল এবং গর্জিয়াস মেহেদি ডিজাইন চান, তাদের জন্য আমি নিচে ১৫ টিরও বেশি সিম্পল এবং গর্জিয়াস মেহেদি ডিজাইন রেখেছি।

সিম্পল মেহেদি ডিজাইনের ফটো
সিম্পল মেহেদি ডিজাইনের ফটো
সিম্পল মেহেদি ডিজাইনের ফটো
সিম্পল মেহেদি ডিজাইনের ফটো
সিম্পল মেহেদি ডিজাইনের ফটো

বিয়ের মেহেদি ডিজাইন

বিয়েতে মেহেদী ব্যবহার করা আমাদের দেশের একটি কালচার। সবাই তাদের বিয়েতে ভালো ভালো মেহেদি ডিজাইন নিজের হাতে লাগাতে চায়। এই জিনিসটা চিন্তা করে আমি আপুদের জন্য অনেকগুলি বিয়ের মেহেদী ডিজাইন নিয়ে এসেছি নিচে আপনারা, সেগুলো পেয়ে যাবেন।

ছেলেদের মেয়েদের ডিজাইন

আমি দেখেছি অনেক ছেলেরাই মেয়েদের ডিজাইন ব্যবহার করে। সত্যি বলতে মেয়েদের ডিজাইন একদমই ছেলেদের হাতে মানায় না। ছেলেদের জন্য আলাদা মেহেদি ডিজাইন রয়েছে। এদের মধ্যে থেকে নিচে চারটি সেরা সিম্পল এবং নতুন মেহেদী ডিজাইন দেওয়া হয়েছে। যেগুলো শুধুই ছেলেদের জন্য।

শেষ কথা

যারা হাতে মেহেদি লাগাতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই নিজের হাতকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, খেয়াল রাখতে হবে হাতে যেন কোনো তেল, লোশন এবং ময়লা না থাকে। মেহেদি লাগানোর আগে যদি এগুলো আপনার হাতে থাকে তাহলে মেহেদী লাগানোর পর মেহেদীর কালার খুব তাড়াতাড়ি সরে যাবে, দেখতেও ভালো লাগবে না।

মেহেদী কিনার আগে অবশ্যই যাচাই করে নিবেন, আপনার নেওয়া মেহেদীটিকি সত্যিই ভালো? কবে এই মেহেদীটিকে তৈরি করা হয়েছে। আপনি যদি অনেক বছর পুরাতন মেহেদী ব্যবহার করেন তাহলে আপনি যেরকম কালার আশা করতেছেন ওরকম পাবেন না।

মেহেদি লাগানোর পর চেষ্টা করবেন আপনার হাতটিকে অল্প গরম জায়গায় রাখতে। কেননা হিট মেহেদী কে একটিভ এবং শুকাতে সাহায্য করে। গরম জায়গায় হাত রাখার ফলে মেহেদির রং আপনার হাতে অনেক দিন থাকবে।

হাতকে গরম রাখার উপায় হল, আপনারা হাতের উপর প্লাস্টিকের পলিথিন দিয়ে ঢেকে রাখবেন এতে ঠান্ডা বাতাস আপনার হাতে লাগবে না।

মনে রাখবেন আপনার হাতকে গরম রাখতে বলেছি বলে তাই না যে আপনি গরম পানি দিয়ে মেহেদি ধুয়ে ফেলবেন। গরম পানি মেহেদির জন্য খুবই ক্ষতিকারক। চেষ্টা করবেন ২৪ ঘন্টার মধ্যে হাতে গরম পানি না লাগাতে আর লম্বা সময়ের জন্য গোসল না করতে।

মেহেদী শুকানোর সবচেয়ে ভালো উপায় হল কোন কিছু না করা। চেষ্টা করবেন আপনারা হাতের মেহেদি যেন নিজে নিজেই শুকায়। কোন প্রকারের আর্টিফিশিয়াল হিট না ব্যবহার করাই ভালো। আপনি চাইলে আপনার হাতের উপর হালকা করে নারকেলের তেল ছিটিয়ে দিতে পারেন। মেহেদির কালার সত্যিই অনেকটা সুন্দর হয়।

করা সূর্যের আলো এবং আগুনের আশেপাশে গেলেও আপনার মেহেদীর রঙটি কমে যেতে পারে।

আরো পড়ুন: Top 50+ M Pic love – Images of Letter M – Love M Photo

এরকম আরো মেহেদি ডিজাইন পেতে আমাদের গুগল নিউজ ফলো করুন।

প্রশ্ন ও উত্তর

মেয়েদের মেহেদীর দাম কত?

মেহেদির দাম নির্ভর করে আপনি কোন মেহেদীটি কিনছেন। মেহেদীর দাম সাধারণত ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত হয়।

মেহেদী শুকাতে কতক্ষণ লাগে?

আপনি যতক্ষণ মেহেদী শুকাতে দিবেন ততোই ভালো। সাধারণত মেহেদী শুকাতে ২০ থেকে ৩০ মিনিট লাগে।

কোন কোম্পানির মেহেদি ভালো?

কোন কোম্পানির মেহেদী ভালো এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন। সাধারণত মেহেদী আপনার উপর নির্ভর করে আপনার কোনটা নেওয়া উচিত। যেমন মনে করেন আপনার ত্বক কেমন, আপনার বাজেট কেমন।

Hello friends, my name is Eyasin Hasan, I am the Writer and Founder of this blog and share all the information related to Smartphones, Internet, Review, Education, Trending News and Technology through this website.🔁

Leave a Comment