নম্বার ঠিক রেখে সিমের আপারেটর পরিবর্তন: MNP ২০১৮ সালে BTRC চালু করে। অনেক অপারেটর কল-রেট বেশি বা জিবির দাম বেশি চাচ্ছে। তাই সবাই এমন একটা অপারেটর Use করতে চাচ্ছে যাতে তাদের খরচ তুলনামূলক কম হয়। দিন শেষে সাশ্রয় হয় সীমে।
কিন্তু নাম্বার পুরাতন হওয়ায় সীম বাদ দিতে ও পারছেন না বা অনেক মোবাইলে ২টা সীম Use এর অপশন নাই তাই পছন্দের অপারেটর Use করতে পারছে না তাদের জন্যই মূলত MNP সেবা।
MNP মানে কি?
MNP মানে নাম্বার ঠিক রেখে অপারেটর পরিবর্তন করা। ধরুন আপনার জিপি সীম ০১৭২১৭৪৩৩১৭ নাম্বার MNP করে টেলিটকে আসবেন তাহলে আপনার নাম্বার সেইম থাকবে ০১৭২১৭৪৩৩১৭ শুধু অপারেটর পরিবর্তন হয়ে টেলিটক হয়ে যাবে।
সুন্দর না বিষয়টা? এতে আপনি আপনার পছন্দের অপারেটর Use পরতে পারবেন নাম্বার ঠিক রেখে।
কোন অপারেটরে MNP করতে কত টাকা চার্জ করে?
- Gramenphone MNP করতে ২৫৫ টাকা লাগবে
- Robi & Airtel MNP 310 টাকা।
- Banglalink MNP ২০০ টাকা।
- টেলিটক MNP Free. টাকা লাগে না।
নম্বার ঠিক রেখে সিমের আপারেটর পরিবর্তন কোথায় করবো?
MNP আপনাকে নিদিষ্ট অপারেটর কাষ্টমার কেয়ার গিয়ে করতে হবে। রাস্তার পাশে যে ছাতায় সীম সেল করে তাদের থেকেও MNP করতে পারবেন টাকা কম লাগে ৫০/৭০/৮০ এমন টাকা নেয়। কারন তাদের টার্গেট থাকে তাই কম দামে করে দেয়। তবে সবাই না অনেক রিটেলার কোম্পানি দাম বেশি রাখে।
MNP করতে কী কী লাগে?
আপনার যে সীম MNP করবেন সেটা+ NId card + Fingerprint. আর সীমে সকল বকেয়া পরিশোধ থাকতে হবে। সীমে ব্যালন্স ০ থাকতে হয়। বিকাশ, নগদ, রকেট এগুলা ঠিক থাকবে সমস্যা হয় না। ২৪ ঘন্টার মাঝে ঠিক হয়ে যাবে সেট হতে।
MNP করলে কী কী সমস্যা হতে পারে?
যে অপারেটর MNP করবেন সেই সিমের নাম্বার জিপি হলেও MNP Teletalk করলে টেলিটক এ রিচাজ করতে হবে এটা মাথায় রাখবেন।
এ সমস্যা অনেকের হয় আবার অনেকের হয় না। তবে টেলিটক MNP এ OTP releted সমস্যা হয় না। নেটওয়ার্ক সমস্যা হলে ভিন্ন হিসাব! (User Experience থেকে বল্লাম) টেলিটক 2G/3G/4G নেটওয়ার্ক আপনার এরিয়াতে থাকলে টেলিটক MNP করতে পারেন।
আরো পড়ুন: Is it Possible to Make the SIM Card Period Lifetime?
MNP Teletalk free.. টেলিটক কম দামে Lowest Call rate & জিবি দাম কম পাবেন অন্য অপারেটর থেকে। এটার জন্য টেলিটকে ভালো লাগে।
Teletalk এর নেটওয়ার্কে সমস্যা হলে কি করব?
Teletalk নেটওয়ার্ক সমস্যা থাকলে ১২১/০১৫০০১২১১২১ এ কল দিয়ে অভিযোগ দিবেন তারপর BTRC ১০০ তে কল দিয়ে অভিযোগ দিলে সমস্যা তাড়াতাড়ি সমাধান হয়।
এজন্য সব কিছু হিসাব করে MNP করবেন। তবে আগের থেকে সমস্যা গুলা কমছে। যদি আপনার পুরাতন নাম্বার হয় যেটা বাদ দেওয়া সম্ভব না হয় বা আপনার মোবাইল সীম ২টা Use করার অপশন না থাকলে MNP আপনার জন্য।
আশা করছি আপনারা বুজতে পারছেন এ টপিক MNP নিয়ে। আমার কোথায় ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
অন্য অপারেটর থেকে টেলিটকে MNP করে আসলে স্বাগতম প্যাকেজ পাওয়া যায়। MNP টেলিটকে একদম ফ্রি।
এই ধরনের এর সকল টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।